আওয়ার ইসলাম: সারা বিশ্বে সাহায্য প্রদানে ৪র্থ স্থানে রয়েছে সৌদি আরব। গত ৪০ বছরে দেশটি বিশ্বের ৯৫টি দেশে ১৩৯ বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।
সৌদিতে নিয়োজিত মিসরের রাষ্ট্রদূত আহমেদ আবদুল আজিজ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে সরকারি উন্নয়ন সহায়তা প্রদানে জাতিসংঘের চেয়েও এগিয়ে রয়েছে সৌদি আরব। এই জরিপে জাতিসংঘ ০.০৭ শতাংশ এবং সৌদি আরব ১ দশমিক ৯ শতাংশ জিডিপি অর্জন করেছে।
জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনডিপি) জানিয়েছে, বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদান করে চতুর্থ অবস্থানে রয়েছে সৌদি আরব।
শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে সৌদির দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটি ইরাকি শরণার্থীদের জন্য উত্তরাঞ্চলীয় রাফা ক্যাম্প নির্মাণে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে।
গত বছরের মে মাসে ত্রাণ এবং মানবিক সহায়তা প্রদানে বাদশাহ সালমান সেন্টারেরও ভূয়সী প্রশংসা করেছেন কাত্তান। তিনি জানিয়েছেন, ওই সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯টি যুদ্ধ-বিদ্ধস্ত দেশে মানবিক সহায়তা প্রদানে ৬শ’ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
সূত্র: সৌদি গ্যাজেট