আওয়ার ইসলাম: বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) পালিত হবে পবিত্র মিলাদুন্নবী (সা.)।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ।
১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহম্মদ সা. এর জন্ম ও মৃত্যু উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি থাকে।
এআর