আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের বেধড়ক লাঠিপেটায় শিক্ষকসহ দু'জন নিহতের ঘটনায় চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল ৯টা থেকে ফুলবাড়িয়ার উপজেলা সদরে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানিয়েছেন।
তিনি জানান, জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
নির্বাহী কর্মকর্তা বলেন, ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এফএফ