সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মেন্ডাটা হাসপাতালে কেমন আছেন মাওলানা ওলীপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের প্রসিদ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, খতিবে জামান, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামায়াত আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী (হাফিযাহুল্লাহু) দীর্ঘ দিন থেকেই নানা রকম অসুস্থতায় ভুগছেন৷ ঢাকার এ্যাপোলো ও পিজি   হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ মাস৷ সেখানে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা৷ অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য হজরতকে ভারতে নিয়ে যাওয়া হয়৷ ভর্তি করা হয় দিল্লির অদূরে হরিয়ানা  প্রদেশের অন্তর্গত বিখ্যাত 'মেডান্টা হাসপাতালে'  দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার মেরুদন্ডের দু'টি হাড্ডি ক্ষয় হয়ে গেছে৷ অপারেশন করা হলেই কেবল সুস্থ হওয়া সম্ভব৷ প্রথম অপারেশন হয় গত ১৪ তারিখে৷ তার দু'দিন বাদে আরেকটি ছোট অপারেশন করাতে হয়৷

বিস্তারিত শুনুন দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থী ও ourislam24.com-এর দেওবন্দ প্রতিনিধি হাওলাদার জহিরুল ইসলামের কাছে

মেডান্টা হাসপাতালের পথে
দেওবন্দ থেকে বের হয়েছিলাম ভোর সাড়ে পাঁচটায়৷ সূর্য ওঠার তখনও সোয়া ঘণ্টা বাকি৷ উস্তাদে মুহজতারাম আল্লামা মুজ্জাম্মিল বাদায়ূনীকে নিয়ে গাড়ি ছুটলো দিল্লির পথে৷ ভোরের নীরবতা ভেঙে তর তর করে এগিয়ে চললো আমাদের প্রাইভেট কারটি৷ আল্লামা বাদায়ূনী ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশে৷ ১১টায় হজরতকে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পর্যন্ত এগিয়ে দিলাম৷ বড্ডো মায়া হলো দেশ-মাতৃকা, মায়ের জন্য৷

পরক্ষণেই আমারা রওনা হলাম গুরগাঁও-এর পথে৷ এ এলাকেতেই ‘মেডান্টা হাসপাতাল৷’

মেডান্টা ভারতের উন্নত হসপিটালগুলির ২য় নম্বরে আছে৷ মাদ্রাজ হসপিটালের পরই এর অবস্থান৷ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে৷ আফগানিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, আফ্রিকাসহ বহু দেশের মানুষ এই হসপিটালে এসে থাকেন৷ ভারতের বিত্তবানরাই কেবল এখানে আসতে পারেন৷

বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার৷ মাওলানা ওলীপুরীর সঙ্গে থাকা মাওলানা আবদুল কুদ্দুসকে ফোন করে ঠিকানাটা জেনে নিলাম আরেকবার৷

মেডান্টা হসপিটালে
পৌঁনে বারোটার দিকে গাড়ি থামলো হাসপাতালের সদর গেইটে৷ আধুনিক ডিজাইনের পনেরো তলা বিল্ডিংয়ের চূড়ায় ইংরেজিতে বড় করে লেখা নজরে পড়লো 'মেডান্টা৷'

ড্রাইভারকে চা-নাশতা খেতে বলে পা বাড়ালামা ভেতরের দিকে৷ সবুজ ফুলেল মাঠ পেরিয়ে মূল দরোজার সামনে দাঁড়ালাম৷ ততোক্ষণে মাওলানা আবদুল কুদ্দুস এসে আমাদের সাথে সালাম মুসাফাহা করলেন৷ দু'টি চেকিং পর্ব শেষ করে মাওলানার পেছন পেছন ওয়েটিং রুম পর্যন্ত গেলাম৷ জানালেন, দেখা করতে হবে একজন একজন করে৷ সঙ্গে নেয়া যাবে না কিছুই৷ উন্নত হাসপাতাল বলে কথা৷ আইন বড্ডো কঠিন৷ রোগীর বেড পর্যন্ত পৌঁছুতে লাগবে একটি বিশেষ একটি আইডি কার্ড৷ যা হাসপাতাল থেকে ইস্যু করা হয়েছে৷

৪৭৪১ নম্বরের পথে
মাওলানা আবদুল কুদ্দুস একটি কার্ড ধরিয়ে দিলেন৷ কার্ডে রোগীর নাম, অবস্থান, রুম নম্বর লেখা আছে স্পষ্ট করে৷ ‘নুরুল ইসলাম বাংলাদেশ, ৭ম তলা, রুম নম্বর-৪৭৪১৷’ প্রথমে গেলেন মুফতি রাশেদ ভাই৷ ফিরে এলেন মিনিট দশেক বাদেই৷ এর পর গেলো জাকির হুসাইন৷ এবার এলো আমার পালা৷ কার্ড হাতে লিফটের দরোজায় অপেক্ষা করতে হলো মিনিট চারেক৷ ৭  তলায় লিফট থামতেই নেমে পড়লাম৷ ডানে মোড় নিয়ে এগোলাম খানিকটা৷ ছোট্ট একটি দরোজায় কালো পোশাকধারী একজন থামিয়ে দিলো৷ কার্ডটি হাতেই ধরা ছিলো আমার৷ গার্ড ভালো করে দেখে নিয়ে ইশারায় সামনে যাওয়ার অনুমতি দিলো৷ এটা ছিলো তিন নম্বর চেক৷

মিনিট তিনেক পা চালানোর পর ৪৭৪১ লেখা নেম প্লেটটি নজরে পড়লো৷ ইয়া লম্বা বিল্ডিংয়ের একদম শেষের কামরা এটি৷ দরোজাটি হাল্কা খোলা ছিলো৷ ভেতরে পা রাখবো ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটি নারীকণ্ঠ৷ ঘাড় ফিরিয়ে তাকলাম৷

‘কেস কে পাস যানা হ্যায়? কিয়া নাম হ্যায়? কাহাঁ কে রেহনে ওয়ালা?’ হিন্দি ভাষায় একগাদা প্রশ্ন ছুঁড়লো সে৷ তার সব প্রশ্নের জবাব দিলেই তবে ভেতরে যাওয়ার অনুমতি মিললো৷ এটিই শেষ চেক৷

হজরতের পাশে
দরোজা ঠেলে ভেতরে গিয়ে নিচু স্বরে সালাম করলাম৷ কেনালগ লাগানো  ডান হাতটি এগিয়ে দিলেন৷ আলতো করে, পরম শ্রদ্ধায় মুসাফহা করলাম৷ তার চেহারায় নজর পড়তেই মনটা ডুকরে উঠলো৷ কে যেনো সুচালো বস্ত দিয়ে হৃদয়ে আঘাত করলো৷ চোখের পাতা ভিজে গেলো অজান্তেই৷ ইনিই কি হজরত ওলীপুরী? আমাদের খতিবে জামান? আমি ভুল দেখছি না তো!?
চেহারা চেনার উপায় নেই৷ শুকিয়ে এতোটুকু হয়েগেছেন৷ শরীরের প্রতিটা হাড্ডি গণনা করা যাবে সহজেই৷ হাতের চামড়া শুকিয়ে সাদা হয়ে আছে৷ মাথার চুল পড়ে টাক পড়ে গেছে৷ নিরুত্তাপ চাহনি৷ চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট৷

রুমে একটি ইলেক্ট্রিক খাটিয়া৷ সফেদ চাদরে ঢাকা৷ পাশেই মাঝারি একটি সোফা৷ তিন পাশে দেয়াল৷ এক পাশে স্বচ্ছ কাচেঘেরা৷ বাইরের বাতাস ভেতরে না এলেও আলোয় ভেসে গেছে পুরো রুম৷

হাসপাতালের পোশাকে একটি কাঠের চেয়ারে হজরত সোজা হয়ে বসা৷ বুক-পিঠ রাবার-বেল্টে মোড়ানো৷ পিঠের দিকে একটি ছোট্ট মেশিন লাগানো৷ সেখান থেকে চিকন পাইপ বেয়ে রক্তের মতো পানি গিয়ে পায়ের কাছে রাখা একটি ইলেক্ট্রিক বক্সে জমা হচ্ছে৷

কুশল বিনিময় হলো৷ দেওবন্দ থেকে গিয়েছি জেনে খুশি হলেন খুব৷ কী নাম, কী পড়ি, দেওবন্দে কতো বছর ধরে আছি- ছোট্ট করে প্রশ্ন করলেন৷ জোরে কথা বলতে পারেন না একদমই৷ জানালেন অপারেশনের কথা৷ আমিও খুটে খুটে জিজ্ঞেস করলাম হাসপাতালের জীবনকথা৷ জানালেন, খেতে পারেন না ঠিকমতো৷ হাসপাতাল থেকে দেয়া হয় নানা প্রকারের খাবার৷

মাছ, মুরগি, মহিষের গোশত, ডিম, রুটি, ভাত, আপেল, কলা বাদ পড়ে না কোনোটাই৷ রোগীর নিজ দেশীয় খাবারই সরবারাহ করা হয় হাসপাতাল থেকে৷ হুজুর বললেন, কোনোটাই আমার মুখে ধরে না৷ হালাল পদ্ধতিতে জবাই করা হয় না সন্দেহে গোশত কখনও ছুঁয়ে দেখি না৷ তার চাহনি বলছিলো তিনি দীর্ঘ সময় কথা বলতে চাইছেন৷ কিন্তু ডাক্তারের বারণ আছে৷ নিজেরও কষ্ট হচ্ছে৷

দোয়া চাইলেন সবার কাছে
হজরতের কথা বলতে কষ্ট হচ্ছিলো দেখে মিনিট পনেরো পরই বিদেয় নিতে উঠে দাঁড়ালাম৷ ছোট্ট বাচ্চার মতো ভাঙা ভাঙা স্বরে বলে উঠলেন, আপনি আমার সুস্থতার জন্য দোয়া করবেন, দেওবন্দের ছাত্রদের নিয়ে দোয়া করবেন৷ সবার কাছে দোয়া করতে বলবেন৷ দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবকে আমার সালাম দিবেন৷ দোয়া চাইবেন৷ হসপিটালে আমার ব্যবহৃত নম্বরটিও তাকে দিবেন৷ শেষ বারের মতো হজরতের চেহারাটা আরেকটু দেখে নিলাম৷ মনে মনে আয়াতে শিফা পাঠ করলাম৷ সালাম মোসাফাহা করে দরোজার দিকে পা বাড়ালাম৷ শরীরটা এগিয়ে চললো, মনটা পড়ে রইলো ৪৭৪১ নম্বর রুমেই৷

olipuri

রোগটা কী?
টিবি ধরা পড়ে ছিলো প্রায় ৩০ বছর আগে৷ ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে গিয়েছিলো তখন৷ ডাক্তার বাবু বলেছিলো অপারেশন না করলেও চলবে৷ হজরতও মনে করেছিলেন তাই৷ গত তিন মাস আগে অসুস্থ হয়ে ঢাকার এ্যাপোলো হসপিটালে ভর্তি হলে জানানো হয় টিবি তখন সেরে গেলেও নতুন করে দেখা দিয়েছে৷ তারা এর চিকৎসা শুরু করেন৷ তিনি কিছুটা সুস্থও হয়ে ওঠেন৷ ক'দিন বাদে আবার অসুস্থতা বেড়ে যায়৷ প্রচন্ড ব্যথা হয় কোমরে৷ বিশেষ একটি কারণে তাকে নিয়ে যাওয়া হয় পিজি হসপাতালে৷ নতুন করে শুরু হয় চিকৎসা৷ একটানা ২ মাস কেটে যায় পিজি হাসপাতালে৷ অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে৷  আসল রোগটা এখানকার ডাক্তারগণ নির্ণয় করতে সক্ষম হননি৷ ফলে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হলেও মেলেনি সুস্থতা৷

ভারতের হরিয়ানা প্রদেশের অন্তর্গত মেডান্টা হসপিটালে নেয়া হলে ধরা পড়ে আসল রোগ৷ মেরুদণ্ডের দু'টি হাড্ডি ক্ষয় হয়ে গেছে৷ আর মাসখানিক পরে নেয়া হলে নাকি ওলীপুরীর আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা ছিলো না৷

ভিন্ন খবর
তিনি যখন শরীর-মন সব দিক থেকে ভেঙে পড়েছেন (পিজি-তে চিকিৎসা নেয়ার পর) তখন সিলেটের এক তরুণ আলেম তাকে দেখতে ঢাকায় আসেন৷ ওলীপুরীর করুণ অবস্থা দেখে তার মন কেঁদে ওঠে৷ প্রতিজ্ঞা করেন হজরতকে ভারতে নেবেন উন্নত চিকিৎসার জন্যে৷ এ কথা জানালেন ওলীপুরী সাহেবকে৷ তিনি রাজি হলেন না৷ অনেক পীড়াপিড়ির পর জানালেন, ভারতে গিয়ে চিকিৎসা করানোর মতো টাকা তার হাতে নেই৷ একটা জমি বিক্রি করে এতোটা দিন চিকিৎসা চালিয়েছেন৷ আরেকটা জমি বিক্রির কথা চলছে৷ ওটা বিক্রি হলেই সামনে চিকিৎসা করাতে পারবেন৷ (বাংলাদেশের এতো বড় একজন আলেম ও বক্তার কেনো চিকিৎসা করানোর টাকা নেই সে গল্প অন্য একদিন শোনানো যাবে৷)

ওই তরুণ আলেম তাকে আশ্বস্ত করে বললেন, আপনাকে আমি নিজ খরচে চিকিৎসা করাতে চাই৷ এতে যদি ৫০ লক্ষ টাকাও খরচ হয় তবুও আমি প্রস্তুত৷ শুনে তিনি যেনো আকাশ থেকে পড়লেন৷ চেখের পাতা ফেটে আনন্দাশ্রু গড়িয়ে পড়লো৷ অসুস্থ শরীরে শোয়া থেকে বসে পড়লেন৷ দু'হাতে তরুণকে জড়িয়ে ধরে প্রাণ খুলে দোয়া করলেন৷

একদিনের মধ্যে ৩টি ভিসা করে নিলো ওই তরুণ৷ ঢাকা টু দিল্লি বিমান টিকিটও হয়ে গেলো৷ এরপর দিন ৭ নভেম্বর হুজুরকে নিয়ে ওই তরুণের ছোট ভাই ও হজরতের মেজ জামাতা দিল্লির উদ্দেশ্য রওনা হলেন৷ দিল্লির অদূরে মেডান্টা হসপিটালের যাবতীয় কাজও দেশে বসেই করে দিলেন তরুণ আলেম৷ তিনি নিজের ব্যবসার কাজ গুছিয়ে দিল্লি এলেন ৩ দিন পর৷ এখনও পর্যন্ত আছেন হজরতের পাশেই৷ ভারতের চরম নোট সংকটের মধ্যেও সেবা করে যাচ্ছে মনে-প্রাণে৷ আশা একটিই মাওলানা ওলীপুরী সুস্থ হয়ে উঠুক৷

কে সেই দানবীর দরদী তরুণ?
একজন আলেম৷ প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷ পরোপকারী৷ হযরত ওলীপুরীর হিতাকাঙ্ক্ষী৷ নলজুরী ইমদাদুল উলূম মাদ্রাসা জাফলং, সিলেট-এর প্রতিষ্ঠাতা মুহতামিম৷ হজরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। দেখতে একজন সাদা-মাটা তরুণ৷ সবার সাথে মন খুলে কথা বলেন৷ ঠোঁটের আগায় হাসিটা লেগে থাকে সব সময়ের জন্য৷

জানতে চাইলাম, ‘ভারতে এসে এ পর্যন্ত হজরতের চিকিৎসায় কতো খরচ হয়েছে?’

‘বেশি নয়, এই তো প্রায়১২ লাখ রুপি৷’

‘আরো কতো খরচ হতে পারে?’

‘আনুমানিক আরো ১০/১৫ লাখ রুপি লাগতে পারে৷’

‘দৈনিক কেমন খরচ হয়?’

‘শুধু বেড ভাড়াই দিতে হয় ১৫ হাজার রুপি৷ অন্যান্য মিলিয়ে ২০ হাজারের মতো৷’

‘এতো বড় ভার আপনি কেনো নিলেন?'

'আমি মনে করি বর্তমান বাংলাদেশে আল্লামা ওলীপুরীর খুবই প্রয়োজন৷ আলেম-জনসাধারণ সবারই প্রয়োজন৷ তিনি বাংলাদেশের একটি মহা সম্পদ৷ এ সম্পদ বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব৷’

কথা হলো আরো অনেক৷ তাকে প্রাণভরে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালাম অপেক্ষরত গাড়ির দিকে৷

হাসতালের চিকিৎসারত করুণ ছবিগুলো প্রকাশ করা হয়নি
সম্পাদনা রোকন রাইয়ান

আরো পড়ুন

হিজড়াদের নামাজ ও আলাদা মসজিদ; ইসলাম কী বলে?

নতুন বিবাহ আইন নিয়ে বিতর্ক: দুই মুফতির বক্তব্য


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ