আওয়ার ইসলাম: কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিজয়োল্লাস করছে কিছু মানুষ। ঢাক ঢোল পিটিয়ে চলছে উৎসব উৎসব আয়োজন।
শনিবার সকালে মিয়ামির রাস্তায় প্রায় শতাধিক মানুষ হাভানার ঐতিহ্য অনুসারে বিভিন্ন ধাতব দ্রব্য পিটিয়ে আনন্দ উৎসব করতে দেখা যায়।
মিয়ামির মোট জনসংখ্যার ৭০ শতাংশই হিসপ্যানিক, ল্যাটিনো। আর এদের প্রায় অর্ধেকই কিউবান বংশোদ্ভুত। ফিদেল ক্যাস্ত্রোর শাসনামলে যারা কিউবা থেকে পালিয়ে এসেছিলেন তাদেরই বংশধর এরা।
১৯৬৪ সালে বিপ্লব পরবর্তীতে কিউবার কারাগারে প্রায় পনেরো হাজার রাজবন্দী ছিল। এক দুর্ঘটনায় কারাবন্দীদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সেসময়। আর সেই পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ক্যাস্ত্রোর মেয়ে অলিনা ফার্নান্দেজও ছিলেন।
আরআর
http://ourislam24.com/2016/11/26/%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0/