সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রাণভয়ে পালাচ্ছে লাখও মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A man watches wildfires in Haifa, Israel, Thursday, Nov. 24, 2016. Israeli police have arrested four Palestinians in connection with one of several large fires that damaged homes and prompted the evacuation of thousands of people in the past few days. Police are investigating the causes, including possible arson. Windy and hot weather have helped fan the flames. The blazes started three days ago near Jerusalem and in the north. Hundreds of homes were damaged. Russia, Italy and other countries are assisting the Israeli firefighters.(AP Photo/Ariel Schalit)

আওয়ার ইসলাম: দাবানলে জ্বলতে থাকা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে শুরু হয়েছে বিপর্যয়। সাধারণভাবে শুরু হওয়া এ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় হুমকিতে রয়েছে শহরটি। প্রাণভয়ে শহর ছেড়ে পালাচ্ছে লাখো মানুষ।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ফলে এই চরম বিপর্যয় বেড়ে চলছে। দাবানলটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শহরটির বিভিন্ন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর আগুন। পুড়ছে বিল্ডিং, কলকারখানা, অফিস আদালত।

বিবিসি জানিয়েছে, দাবানলে সর্বস্ব হারিয়ে হাজার হাজার মানুষ এখন প্রাণভয়ে হাইফা শহর ছেড়ে পালাচ্ছে। ঝুঁকির মধ্যে থাকা কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে বিপদ লক্ষ করে সেখানে বসবাস করা ৮০ হাজার মানুষ বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছিল দেশটির প্রেসিডেন্ট নেতানিয়াহু।

israel4

জানা গেছে, হাইফা ছাড়াও নেভে শালোম ও অন্যান্য এলাকায় বিভিন্ন রাস্তাঘাট ও স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার কাছে জলবাহী উভচর বিমান পাঠানোর অনুরোধ করলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুটো উভচর বিমান পাঠানোর আশ্বাস দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "যে বা যারাই ইসরায়েলি রাষ্ট্রের একাংশকে আগুনে পুড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে।

তবে এটি যে মানবসৃষ্ট হতে পারে এ ব্যাপারে এখনো কেউ নিশ্চত নয়। কোনো গোষ্ঠী এব্যাপারে এখন পর্যন্ত মুখও খুলেনি।

ভিডিওতে দেখুন দাবালনের ভয়ঙ্কর দৃশ্য

আরআর

http://ourislam24.com/2016/11/24/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ