আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে বলে মনে করে পুলিশ।
আজ সোমবার থেকে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম শুরু হয়। নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে, নাসিরনগর সদরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়সহ ২৭টি স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ১২টি স্থানে সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নাসিরনগরে নিরাপত্তা জোরদার করতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্থানও সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এতে অপরাধীদের শনাক্ত করতে সহজ হবে।
গত ৩০ অক্টোবর ১২টি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৪ নভেম্বর হিন্দুদের পাঁচটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়ির সামনে পাটখড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেন। এ অবস্থার মধ্যে গত ১৬ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
সূত্র: এন টিভি
এফএফ