আওয়ার ইসলাম: বাগেরহাটের কচুয়ার সহবতকাঠি গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী।
সকাল ১১টায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত খলিশাখালি নেযামিয়া মাদরাসার নিজস্ব কবরস্থানে বেলা পৌনে ১২ টায় দাফন করা হয় বলে আওয়ার আইসলামকে জানান মরহুমের জামাতা তানিম হাসান মাহমুদী।
তিনি বলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও সর্ব শ্রেণির সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেন।
মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন জামাতা মাওলানা লোকমান হোসেন।
১৮ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কিংবদন্তিতূল্য আলেম মাওলানা আবদুল জব্বার।
বাংলাদেশে ইসলামি শিক্ষা সম্প্রসারণে মাওলানা আবদুল জব্বারের অসামান্য অবদান রেখেছেন। জীবনের সবকিছু ঢেলে গড়ে তুলেছেন কওমি মাদরাসাগুলোর প্রতিনিধিত্বশীল দেশের সর্ববৃহৎ সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
৫ ভাইয়ের মধ্যে মাওলানা আবদুল জব্বার দ্বিতীয়। ১৯৩৭ সালের বাগেরহাট কচুয়া থানার সহবতকাঠি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসিম উদ্দীন।
আরআর
আরো জানতে পড়ুন
কেমন ছিলেন মাওলানা আবদুল জব্বার
বাগেরহাটে লাশ; অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানাচ্ছে এলাকাবাসী