শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

সালাফি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ করল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tru-riligeonআওয়ার ইসলাম: জার্মানিতে সালাফি আদর্শের অনুসারী ইসলামি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সংগঠনটিকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১০টি প্রদেশে পুলিশ দুই শ মসজিদ, অফিস ও বাড়িতে তল্লাশি চালায়। খবর রয়টার্সের

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংগঠনটিকে নিষিদ্ধ করার আগে এক বছর ধরে নজরদারি করা হয়। এতে দেখা গেছে, ওই সালাফি সংগঠনের সঙ্গে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা আছে। তাদের কর্মসূচি জার্মানির সংবিধানবিরোধী বলেও আখ্যায়িত করেছে মন্ত্রণালয়।

দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে জার্মানির ছোট-বড় শহরগুলোর কেন্দ্রস্থলে ধর্মীয় বইপুস্তক বিতরণ এবং ধর্মীয় বিষয় নিয়ে জনসাধারণের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করছিল।

সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যাপারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডা ম্যাজেয়ার গতকাল বলেন, ‘জার্মানির মতো গণতান্ত্রিক দেশে ইসলামি কোনো আন্দোলনকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনটির বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে লড়াই করতে ১৪০ জন জার্মান তরুণকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডা ম্যাজেয়ার অভিযোগ করেন, দেশজুড়ে উগ্রপন্থীরা এই সংগঠনের ছত্রচ্ছায়ায় একত্র হচ্ছিলেন। তারা ইসলাম ধর্ম প্রচারের আড়ালে ‘বিদ্বেষমূলক বার্তা’ প্রচার ও তরুণদের ‘উগ্রপন্থায় দীক্ষিত’ করছিলেন। তিনি জোর দিয়ে বলেন, যারা ধর্মকে অপব্যবহার করে উগ্রপন্থী মতাদর্শ ছড়ান ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেন, গতকালের অভিযান ছিল তাদেরই বিরুদ্ধে।

জার্মানিতে এই আন্দোলনের অন্যতম নেতা কোলন শহরে বসবাসরত ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু নাগী। তিনি দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন পাঠ আন্দোলন গড়ে তুলতে ও বিনা মূল্যে বিতরণে দেশজুড়ে কাজ করছিলেন। জার্মানিতে এই সংগঠনটির ৬০টির বেশি কার্যালয় রয়েছে। ২০০৫ সালে গঠিত সংগঠনটিকে জার্মানিতে অনেক আগে থেকে নিষিদ্ধের দাবি উঠছিল।

এর আগে জার্মানিতে ২০০১ সালে ‘দ্য খিলাফত স্টেট’ নামের আরেকটি কট্টরপন্থী ইসলামি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ