আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলে ফারিয়াব প্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা করা হয়েছে। এতে নিহত হয়েছে ১১ জন । শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার পাশে বোমা পুতে রাখা হয়েছিল। দেশটিতে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।সংবাদ ডনের।
প্রাদেশিক মুখপাত্র আহমেদ জায়েদ বেদার এএফপিকে জানিয়েছেন, ফারিয়াব প্রদেশের কোসা কালা গ্রামে রাস্তার পাশে থাকা বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা ছিলেন বিবাহ অনুষ্ঠানের অতিথি ।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ ঘটনার জন্য তালেবান যোদ্ধাদের দায়ী করছে।
এ বি আর