কাজী ওয়ালিউল্লাহ
মধ্যরাতের কবিতা
মধ্যরাতে কবিতারা জোছনা হয়ে যায়
গড়িয়ে পড়ে দীঘির বুকে, জলের আয়নায়।
ফুলের ঘ্রাণে মুগ্ধ হওয়া ফড়িঙ হয়ে যায়
এলোমেলো উড়ে বেড়ায় মেঘের ধূসর গায়।
মধ্যরাতে কবিতারা বৃষ্টি হয়ে যায়
মেঘের মতন ঝড়ে পড়ে নদীর বারান্দায়।
খুব চপলা ফুল বালিকার ঘুঙুর পরে পা'য়
কবিতারা শিউলি ফুলের গন্ধ হয়ে যায়।
উদাস পাখি
তোমার জন্য এসেছিলাম পাখি
দুঃখগুলো সুখ-কাননে রাখি,
তুমি হঠাৎ উড়াল দিলে কই?
আকাশে যে মেঘ নামালে সই!
তোমার জন্য এনেছিলাম সব
স্বপ্ন এবং জল মাখা শৈশব
তুমি কেন আড়াল হলে পাখি?
বিষণ্ণ মন কোন ভুবনে রাখি?
তোমার জন্য গিয়েছিলাম গাঁয়ে
এক'শ ফুলের গন্ধমাখা নায়ে,
উদাস পাখি কেন হলে লীন?
বক্ষে বাজায় রাত্রি বিষাদ বীণ।
লেখক: কিশোর কবি
এফএফ