আওয়ার ইসলাম: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বছরেই শান্তিতে নোবেল পেয়েছিলেন। তবে তিনি কেন ২০০৯ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন, তা নিজেও জানেন না বলে জানিয়েছেন।
আগামী বছর জানুয়ারির ২০ তারিখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষ হবে। মেয়াদপূর্ণ করার পরে তিনি কিভাবে পরের নতুন কর্মজীবন শুরু করবেন, সেটা নিয়ে কথা বলেন মার্কিন সংবাদভিত্তিক একটি অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন কলবার্টের সঙ্গে। ওই অনুষ্ঠানের নামে ‘দ্য লেট শো’।
নোবেল পুরস্কার পাওয়ার পরই বেশ কয়েকটি দেশে হামলার অনুমতি দিয়ে সমালোচনার মুখে পড়েন ওবামা। নোবেল পুরস্কার পাওয়ার পরই ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন ও লিবিয়ায় হামলা চালানোর অনুমোদন দেন বারাক ওবামা।
স্টিফেন কলবার্টের এক প্রশ্নের উত্তরে ওবামা বলেন, ‘আমার প্রায় ৩০টির মতো সম্মানসূচক ডিগ্রি রয়েছে এবং আমি নোবেল শান্তি পুরস্কার পেয়েছি।’ বারাক ওবামা মজা করে হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে কি, আমি এখনও জানি না, কেন পেয়েছি।’
আরআর