আওয়ার ইসলাম: ইরাকি সেনাবাহিনী আইএস নিয়ন্ত্রিত মসুলের আশপাশের এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে। আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুল পুনরুদ্ধার করতে বিশেষ বাহিনী যখন যোগ দিয়েছে তখন এ সাঁড়াশি অভিযান শুরু হলো।
সরকারি সেনারা আজ (বৃহস্পতিবার) মসুলের পূর্বে ২০ কিলোমিটারের কম দুরত্বে অবস্থিত বারতাল্লাহ শহরের কাছে কয়েকটি গ্রাম দখলে নেয়ার পর শহরটির দিকে অগ্রসর হয়।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল -এবাদি বলেছেন, ‘আমরা যা চিন্তা এবং পরিকল্পণা করেছিলাম তার চেয়েও দ্রুত গতিতে মসুলের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী।’
দীর্ঘ প্রস্তুতির পর গত সোমবার থেকে মসুলে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী।
এফএফ