দিদার শফিক: বেফাক আয়োজিত ১৭ অক্টোবর ওলামা সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আমি মনে করি আল্লামা আহমদ শফির লিখিত বক্তব্যটি এলহামি বক্তব্য। তার বক্তব্যের সাথে আমি একাত্মতা পোষণ করছি।শিক্ষানীতিমালা ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬ এর ইসলামি শিক্ষা সঙ্কোচন করার ধারাগুলো বাদ দিয়ে নেসাবে তালিম ও নেযামে তালিম অক্ষুন্ন রেখে কওমি মাদরাসাকে নিয়ন্ত্রণমুক্ত রেখে, মাদরাসাকে প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত রেখে ঐকমত্যের ভিত্তিতে বেফাকের অধীনে আহমদ শফির নেতৃত্বে যদি কওমি সনদের মান দেওয়া হয় তাহলে তা গ্রহণ করা যেতে পারে।
তিনি বলেন, কওমি মাদরাসা যদি সনদের স্বীকৃতি বা মান না নেয় তাহলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে বলে যারা হুমকি দেয় তাদের আমি হুশিয়ার করে বলছি, যে সরকার রাস্তা থেকে, ফুটপাত থেকে হকারদের ওঠাতে পারে না সে সরকার কীভাবে কোটি কোটি জনতার ইমানের শক্তিতে বাংলার মাটির গভীরে প্রোথিত কওমি মাদরাসাকে ধ্বংস করবে?
মুফতি ফয়জুল্লাহ বলেন, ওলামায়ে কেরাম মহান আল্লাহ ও রাসুল স. কর্তৃক স্বীকৃত। অন্য কারো স্বীকৃতি থাকুক আর না থাকুক, আল্লাহ ও রাসুল স. এর স্বীকৃতিই মুমিন আলিমের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মহান আল্লাহ ও রাসুল স. এর স্বীকৃতির জন্যই আমাদের যাবতীয় কর্মকাণ্ড। তাই আমাদের কোন শাসকগোষ্ঠীর স্বীকৃতির প্রয়োজন নেই।
আরআর