আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আহবানে ঐতিহাসিক ওলামা সম্মেলনে যোগ দেয়ার পর বেফাক ও আল্লামা আহমদ শফী’র সঙ্গে একাত্মতা পোষণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ন্ত্রিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড।
একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে হবিগঞ্জ মাদরাসায়ে নূরে মদীনার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম ওলীপুরীও তার তত্ত্ববধানে পরিচালিত হবিগঞ্জ জেলা কওমী মাদরাসা শিক্ষা বোর্ডকে বেফাকের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
স্বাগত বক্তব্যের পর আল্লামা শফী’র লিখিত বক্তব্য পাঠ
বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আমরা কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি চাই এবং বেফাকের সঙ্গে রয়েছি। আল্লামা আহমদ শফী যে সিদ্ধান্ত নেন আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা আশা করছি, সরকার কওমি মাদরাসাকে কওমি মাদরাসা রেখেই স্বীকৃতি দেবে।
আরআর