শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বেফাকের উলামা সম্মেলন শুরু; আসছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_14464" align="alignleft" width="500"]olama_sommelan1 ছবি: মাহমুদ হাসান কুতুব জাফরী[/caption]

আরজাবাদ থেকে দিদার শফিক

১৭ অক্টোবর বেফাকের পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরের মাঠে শুরু হয়েছে। এখন চলছে কুরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পর্ব। মঞ্চে আসতে শুরু করেছেন বেফাকের শীর্ষস্থানীয় নেতৃবর্গ।

জানা যায়, সম্মেলনের প্রধান অতিথি হাটহাজারী মাদরাসার মহা পরিচালক ও বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাকে বহনকারী হেলিকপ্টার মিরপুর দারুস সালাম থানার মাঠে অবতরণ করবে। সেখানে আলেম ওলামাগণ উপস্থিত রয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য।

সকাল ৮ পরপরই মাওলানা কারী বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে দেওবন্দের তারানা পাঠ করেন মাওলানা খালিদ বিন নূর।

সম্মেলন উপলক্ষে গতকাল থেকেই আলেম ওলামাগণ আরজাবাদে আসতে শুরু করেছেন। ঢাকার আলেম ওলামাগণও ভোরেই রওনা দেন আরজাবাদের উদ্দেশ্যে। আয়োজকরা জানান, আলেমদের জনারণ্যে পরিণত হবে আজকের ওলামা সম্মেলন।

olama_sommelan2

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির লক্ষ্যে চলমান সমস্যা নিরসন ও আগামীর পথ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবে আজকের সম্মেলন। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক জানান, আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সবরকম প্রস্তুতি পর্ব শেষ করেছি। আলেম ওলামাগণ সকাল থেকেই অনুষ্ঠাস্থলে আসতে শুরু করেছেন। আমরা আশা করছি আজকের সম্মেলণ আলেমদের ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে এবং এটি আগামীর পথ নির্দেশক হবে ইনশাআল্লাহ।

মঞ্চে উপস্থিত রয়েছেন, বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, জামিয়া রাহমানিয়ার’র প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মনজুরুল হক আফেন্দী প্রমুখ।

আরো পড়ুন: শীর্ষ আলেমদের মিলন মেলার অপেক্ষায় আরজাবাদ; আল্লামা আহমদ শফীর উপস্থিতি নিশ্চিত : মাওলানা মাহফুযুল হক

 আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ