আওয়ার ইসলাম: আজ বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সেমিনার উপলক্ষে জামিয়া ইকরায় ফরীদ উদ্দীন মাসুদ সমর্থক আলেমরা এখন থেকেই সমবেত হতে শুরু করেছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাগত ভাষণ দেবেন জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
এর আগে প্রায় হাজার খানেক কওমি মাদরাসা নিয়ে মাওলানা ফরীদ মাসঊদের নেতৃত্বে ‘বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’ নামে নতুন কওমি মাদরাসা বোর্ড গঠনের খবর এসেছিলো। আজকের সেমিনারে নতুন বোর্ডের ঘোষণা দেয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাওয়া হলে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ আওয়ার ইসলামকে জানান, আজই বোর্ডের ঘোষণা দেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, আরেকটু গুছিয়ে তারপরই নতুন বোর্ডের ঘোষণা দিতে চান তারা।
আজকের সেমিনারে শীর্ষ আলেমদের মধ্যে কে কে থাকছেন জানতে চাওয়া হলে আওয়ার ইসলামকে তিনি জানান, জিরির মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দারুল উলুম খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন কাসেমী্ও উপস্থিত থাকবেন।
এফএফ