আওয়ার ইসলাম: একের পর এক বিতর্কে ব্যাপক চাপের মুখে পড়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুধু নারীঘটিত বিতর্কের কারণেই নয় বরং ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণেও যুক্তরাষ্ট্রের মুসলিমদের কাছে ট্রাম্প অপছন্দের।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আজ-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৩৩ লাখ মুসলিম বাস করে, যাদের মতামত ট্রাম্পের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।
একজন বাংলাদেশি বংশদ্ভুত গোলাম উদ্দিন আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি প্রায় ২৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করেন। তিনি এবারই প্রথম ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পছন্দের প্রার্থী হিলারি ক্লিনটন।
৪৬ বছর বয়সী গোলাম উদ্দিন বলেছেন, ট্রাম্প একজন বর্ণবাদী মানুষ। সে মুসলিমদের পছন্দ করে না। অন্যদিকে ডেমোক্রেট পার্টি সবসময় অভিবাসীদের সাথে আছে।
এবারের নির্বাচনে মোট মুসলিম ভোটারের মধ্যে প্রায় ৭২ শতাংশই হিলারির পক্ষে আছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে আছেন মাত্র চার শতাংশ।
আরআর