রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সংসদের বিরোধী দলকে চীনা প্রেসিডেন্টের গুরুত্ব না দেয়া বিশেষ বার্তা: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kha-shiআওয়ার ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের বিরোধী দলকে গুরুত্ব না দিয়ে খালেদা জিয়াকে দেখা দিয়ে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছে বিএনপি।

আজ দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, “চীন জনগণের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। আপনারা দেখেছেন যে, রাষ্ট্রপতিরা একটা দেশে আসলে সরকারি ও বিরোধী দলের সাথে কথা বলেন। আর বিরোধী দলকে স্বীকৃতি দেয়- সেই বিরোধী দল, যারা পার্লামেন্টে আছে।

খন্দকার মোশাররফ আরও বলেন, পরিষ্কারভাবে এদেশের জনগণকে চীনের প্রেসিডেন্ট এই মেসেজ (বার্তা) দিয়ে গেলেন যে, এই পার্লামেন্ট (দশম) যেহেতু নির্বাচিত পার্লামেন্ট নয়, এই পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধি বা বিরোধী দল নেই। সেজন্য বিরোধী দলকে মহামান্য চীনের রাষ্ট্রপতি কোনো গুরুত্ব দিলেন না। দিলেন কাকে? দেশের ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ