শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মসজিদে নববিতে সম্মাননা পেলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madina-faruqiআবু রুফাইদা, মদিনা মুনাওয়ারা থেকে: মসজিদে নববীর আঙিনায় অবস্থিত আসমাউল হুসনা ও আল-কুরআন প্রদর্শনী কর্তৃপক্ষের নিকট থেকে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি কৃতি কয়েকজন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে মদিনায় অবস্থিত তাইবা ল্যান্ডের ২নং অুষ্ঠানস্থলে অনাড়ম্বর এক সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশী ছাত্রসহ সকল ভাষার আলোচক ও অনুবাদকদের সম্মাননা জানান প্রদর্শনী কর্তৃপক্ষ।

মিশরীয় ছাত্র আহমাদ আব্দুল হাদির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল প্রদর্শনীর প্রধান শায়খ তলাল স্ওুয়াইল আবু ইউছুফ আল্লাহর শুকরিয়া আদায় করে সকল কর্মকর্তা, কর্মচারী এবং বিশেষত সকল ভাষার আলোচক ও অনুবাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধৈর্যের সাথে পুরো হজ মৌসুমে টানা হাজিদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা ও অনুবাদ করে প্রদর্শনীর কার্যক্রমকে বেগবান ও সফল করায় তিনি সকলকে ধন্যবান জানান। বিভিন্ন বিষয়ে আলোচনা, অনুবাদকদের বিভিন্ন অনুভূতি প্রকাশের পর হজ মৌসমে অনন্য এই অবদানের জন্য তিনি সকলের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন। কর্তৃপক্ষের মধ্য থেকে সেখানে উপস্থিত ছিলেন আসমাউল হুছনা প্রদর্শনীর ম্যনেজার আবু মুআজ, আল-কুরআন প্রদর্শনীর ম্যানেজার ড. হামজা মক্কি এবং উভয় প্রদর্শনীর সুপারভাইজারবৃন্দ।

বাংলাদেশী হাজিদেরকে প্রদর্শনীর সব কিছু বুঝিয়ে দেয়া ও সার্বিক অবদানের জন্য বাংলা ভাষার আলোচক ও অনুবাদক, আরবি ভাষা ও সাহিত্যের গেবষক মহিউদ্দীন ফারুকী, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল গবেষক যাকরিয়্যা মাহমুদ, ইসলামী অর্থনীতি বিভাগের এমফিল গবেষক মাসুম বিল্লাহ ফিরোজী ও মুহাম্মদ নুরুল আলম এবং অনার্সে অধ্যয়নরত আব্দুল হাকিম বিশেষ সম্মাননা ও সনদ লাভ করেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ