আওয়ার ইসলাম: ভারতীয় সেনা সদস্যকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থদের মধ্যে আলোচনার পর শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী ওই ভারতীয় সেনা সদস্যের হেফাজত নেওয়ার কথা নিশ্চিত করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর সিপাহি ২২ বছর বয়সী চান্দু বাবুলাল চৌহান তাদের হেফাজতে রয়েছে।
এফএফ