শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

সাহিত্যের ছোটকাগজ 'নিওর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nior-sm20160518061647নাদিম: বগুড়া থেকে প্রকাশ হয়েছে সাহিত্যের ছোটকাগজ ‘নিওর’। নিওরের নিয়মিত সম্পাদক ইসলাম রফিক। তবে এ সংখ্যার সম্পাদনা করেছেন হাদিউল হৃদয়।

বর্ণিল এ সংখ্যা কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। ‘কবিতা অনেকরকম’ শিরোনামে লিখেছেন মুহম্মদ শহীদুল্লাহ্। প্রথম পর্বে কবিতা লিখেছেন পলাশ খন্দকার, হাব­ীবুল্লাহ জুয়েল, মাসুদ মোস্তাফিজ, শিবলী মোকতাদির, আব্দুল খালেক, ইসলাম রফিক, আখতার জাহান মাহফুল, চন্দনকৃষ্ণ পাল, সাঈদ সাহেদুল ইসলাম, আনোয়ার কামাল, বীরেন মুখার্জী, মামুন মুস্তাফা, আব্দুল লতিফ সরকার, মতিয়ার রাহমান ও সালাহ উদ্দিন মাহমুদ।

প্রবন্ধ লিখেছেন রেজাউল করিম চৌধুরী ও শোয়েব শাহরিয়ার। দ্বিতীয় পর্বে কবিতা লিখেছেন মো. মুজাহিদুল ইসলাম, তরু তালুকদার, রফিকুল ইসলাম রিমু, শাহান-ই-জেসমিন ডরোথী, শেখ সাইফুল­াহ রুমী, তুষার কবির, মারুফুল হাসান, প্রত্যয় হামিদ, সিক্তা কাজল, এম এ আজিজ, কামরুন নাহার কুহেলী ও আহমেদ নীল।

শেষ পর্বে কবিতা লিখেছেন অধরা জ্যোতি, নাজমুল হাসান, রেহানা সুলতানা শিল্পী, বাদল শাহ্, নাহিদা ইয়াসমিন শিমু, মোকসেদুল ইসলাম, সাফিনা আক্তার, আলমগীর কবীর হৃদয়, ইমরান মাহফুজ, রাজিব এককা, অনিন্দ্য তুহিন, সিয়ামুল হায়াত সৈকত, রাশেদ রেহমান, মনিরা তিশা, দীপ্ত উদাস, আলমগীর সরকার লিটন, হিরণ্য হারুন, নাহিদা তান্নি, জান্নাতুল ফেরদৌস বাণী, জান্নাতুল ফেরদৌস, হাদিউল হৃদয়, আলাউদ্দিন হোসেন, কাজী শোয়েব শাবাব, নিশাত তাসনিম, রাহমান মিজান, ইসলাম তরিক ও মুর্শিদা আখতার মিলি।

নিওরের এ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শিবলী মোকতাদির। সংখ্যাটির পরিবেশক বগুড়া লেখক চক্র ও পড়ুয়া। বিনিময় মূল্য রাখা হয়েছে ২০ টাকা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ