রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আটক ২১ বালিকাকে মুক্তি দিয়েছে বোকো হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boko-haramআ্ওয়ার ইসলাম: নাইজেরিয়ায় বোকো হারাম ২০১৪ সালে আটক স্কুল বালিকাদের মধ্য থেকে ২১ জনকে মুক্তি দিয়েছে বলে দেশটির কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির দফতরের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘আটক বালিকাদের মুক্তি দেয়ার বিষয়টি সত্য। এই ইস্যুতে তথ্য মন্ত্রণালয় পরে একটি বিবৃতি দেবে।’

এদিকে, একটি স্থানীয় সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ক্যামেরুনের সীমান্তবর্তী বানকি শহর ‘সন্ত্রাসীমুক্ত’ করার সময় আটক বোকো হারামের চার বন্দির বিনিময়ে ওই বালিকাদের মুক্তি দেয়া হয়। তাকফিরি বোকো হারাম ২০১৪ সালের ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোরনো রাজ্যের চিবুক শহরের একটি স্কুল থেকে ২৭৬ জন বালিকাকে অপহরণ করেছিল।পরে বোকো হারামের কবল থেকে ৬০ জন বালিকা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায় নি।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ