আওয়ার ইসলাম: আগামীকাল সোমবার সকাল ১০ টায় দেশের সর্ববৃহত্ত কওমি মাদরাসার প্রতিতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের আমেলা বা নির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকার যাত্রাবাড়ির কাজলায় নিজস্ব কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।
সাম্প্রতিক কওমি সনদের স্বীকৃতি বিষয়ে চলমান সংকট কাটিয়ে ওঠা এবং বেফাকের কর্ম তৎপরতা জানানো এবং আগামীর কর্ম পদ্ধতি নির্ধারণ করাই আমেলার বৈঠকের মূল এজেন্ডা বলে জানিয়েছেন বেফাকের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল হক।
তিনি আরও বলেন, সকলের সম্মতি ও ঐক্যের ভিত্তিতে বেফাক সামনে বাড়তে চায়। স্বীকৃতির প্রশ্নে হাটহাজারীর হজরত ও বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর অনুমতির সাপেক্ষেই আমেলার এই বৈঠক আহবান করা হয়েছে।
আরআর