রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইতালিতে মসজিদ বন্ধের প্রতিবাদে শত শত মুসল্লির রাস্তায় নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

italy20161009104851আওয়ার ইসলাম:  ইতালিতে  পাঁচটি মসজিদ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে রাস্তার ওপর নামাজ আদায় করছেন শত শত মুসল্লি।

রাস্তায় নামাজ আদায়ের উদ্দেশে বহু ধর্মপ্রাণ মুসল্লিকে একত্রিত হতে দেখা গেছে। তারা সরকারের এ ধরনের পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউরোপের বহু দেশেই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইতোমধ্যেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় তাদের নামাজ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপরও কড়া নজরদারি শুরু হয়েছে। এতে বেশ বিব্রত হচ্ছেন মুসলিমরা। তারা বলেছেন, অন্যাভাবে ইবাদতের স্থান বন্ধ করে দেয়া সভ্যতার আওতায় পড়ে না।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ