শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

মোল্লা নোমান-এর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

molla-noman

আরজু

গিয়াসউদ্দিনে এশা পড়লুম। গিয়াসউদ্দিন; একটা আবাসিক এলাকার নাম। ওই এলাকার মসজিদ।

মসজিদটা মূসা-খাঁ'র চে' কিছু-অল্প বড়।
বেশ একটা ভাল লাগা আছে, অন্য মাসাজিদের তুলনায় বেশি!

ঢুকলেই বুঝা যায়, একটা থির থির ভাব আছে_
জুড়িয়ে সুরিয়ে যাবার মত!
আশ্রয়ের মত!

দক্ষীণে, মসজিদ-লাগোয়া সীমাহীন-সবুজ একটি কামিনী গাছ।
ওজু সেরে উঠতেই চোখ লাগলো!
বাড়িতেও আমার কামিনী আছে।
উত্তর জানালায়!

সে-সবুজ মায়ের আঁচলের মত।
আর এ-সবুজ, মদিনার গম্বুজে খাযরার (সবুজ গম্বুজ) মত!
গায়ে এখনো জল-রূপালি কাটেনি।
বৃষ্টি এসছিল, তাই!
মসজিদ থেকে বেরিয়ে আবারো দেখলুম।
অবুঝ সবুজে বিস্তৃত!
কী বিমল!
কী ঝলমল!
আহ্! যদি একবার নসিব হতো, ওই সবুজ দেখার!
আমিও হাত বাড়িয়ে
গেয়ে উঠতুম, ‘এয়াবামুরা এয়া নায়া বাম, জুছতো জূয়ি মি কুনাম।
হাসেল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মি কুনাম।’

নতুন মসজিদে গেলে, আমার একটা বাতিক আছে!
নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত ইমাম সাহেবকে মনে মনে পরখ করার।
চেহারা দেখে মিলাতে থাকি, তেলাওতটা কেমন হবে!
মন মত হবে তো!
আশ মিটবে তো!

আজো ওই মানের একটা শুদ্ধ তেলাওত ছিল।
আশ মেটেনি।
এত ভাল, এত অল্পে চলেনা!
খুব গেঁথে গেঁথে তেলাওত করলেন।

সূরা ত্বহা'র বর্ণনা, ‘মুসা, আপনার ডান হাতে ওটা কী?
মুসা বললেন, লাঠি।
এর 'পর ভর করে আমি চলি।
এবং আমার বকরিগুলোর পাতা পাড়ি।
এছাড়াও এতে আমার বিবিধ প্রয়োজন রয়েছে।’

কিছুদূর পরেই আদেশ করা হল, ‘তুমি যাও, ফিরাওনের কাছে।
নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে!’
পরের আলোচনা কতদূর গিয়ে ইমাম থেমেছেন জানিনে!

আমি কেনো যেনো এসব ছাঁপিয়ে আজ অন্যকিছুতে মেতেছিলুম!
হজরতের কণ্ঠে আমি এ সুরার্জিই শুনছিলুম, ‘সাহেল ছে লাগা দে মুঝে এশকো কা সাফিনা।
আখো ছে দেখা দে মুঝে মক্কা ও মাদিনা।’

নামাজান্তে আবেগাপ্লুত হলুম।
হাত তুলতেই দু'চোখে আদ্রতা ঠাহর হল।
এমন হয়না অনেক দিন। মন ভরে চাইলুম, ‘আর কিছু দাও না দাও, অন্তত এমন সবুজের পাশেই শুইয়ে তো দিও!’

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ