আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অবরুদ্ধ করে করে রাজধানীর 'বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো' (ব্যানবেইস) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বিকালে সেখানে যান শিক্ষামন্ত্রী। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলেও তিনি সেখান থেকে বের হননি।
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর কাছ থেকে দাবি পূরণের আশ্বাস চান।
তবে ব্যানবেইস কার্যালয়ের পরিচালক মো. শফিউল্লাহ বলেছেন, 'মন্ত্রী অবরুদ্ধ নন। কর্মশালা শেষে তিনি আরেকটি বৈঠকে বসেছেন।’
এফএফ