মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ইসলামি সংস্কৃতিকে অপমান করায় নাইজিরীয় ফিল্ম তারকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oi-nai-bbআওয়ার ইসলাম : মিউজিক ভিডিওতে অভিনয়ের সময় পুরুষ পপ স্টারকে জড়িয়ে ধরায় নাইজিরীয় ফিল্ম তারকা নিষিদ্ধ হয়েছেন।

একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন হাউসা চলচ্চিত্র শিল্পের তারকা রাহমা সাদাউ।
ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে। প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।

ভিডিওটি প্রকাশের পরপরই এই শিল্পীর বিরুদ্ধে ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠে। হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বলেছেন, ‘এর আগেও আমরা সাদাউকে কয়েকবার সাবধান করেছি, তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।’

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ