আওয়ার ইসলাম : চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার ভেতরে ধৈর্য ধরার জন্য ভারত এবং পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। একইসঙ্গে ইসলামাবাদ ও নয়াদিল্লিকে মার্কিন সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে, পরমাণু শক্তিধর কোনো দেশের পক্ষ থেকে আণবিক বোমা ব্যবহারের হুমকি দেয়া উচিত নয়।
পাকিস্তান ও ভারত সরকার যখন তাদের বাগযুদ্ধ তীব্রতর করেছে এবং দু পক্ষই সম্ভাব্য সামরিক সংঘাতে পরস্পরের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে তখন আমেরিকা এ আহ্বান জানাল।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের কাছে বিষয়টি নিয়ে তাদের মন্তব্য জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, “পরমাণু শক্তিধর দেশগুলোর দায়িত্ব রয়েছে যে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র-সক্ষমতার বিষয়ে ধৈর্য ধরতে হবে।”
সূত্র : পার্স টুডে
এফএফ