আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, তিনি সব প্রচেষ্টা ও আন্তরিকতা দিয়ে দেশের স্বার্থ ও ধর্মের পক্ষে কাজ করবেন এবং এ জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। নিজের সীমাবদ্ধতার জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘দেশে অনেক সমস্যা এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।’
নাজিব রাজাক বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমার অভিজ্ঞতাই আমাকে প্রশাসনিক বিষয়ে অনেক মূল্যবান জ্ঞান দিয়েছে। সাধারণ মানুষ মনে করতে পারেন যে দেশে যা ঘটছে তার সবকিছুরই খবর আমি রাখি এবং এ জন্য আমিই দায়ী। কিন্তু আমিও আপনাদের মতো মানুষ, আমারও অনেক দুর্বলতা আছে এবং আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি কৃতজ্ঞ যে, আমার মন্ত্রিপরিষদের সবাই তাদের কর্তব্য সম্পর্কে সচেতন। আমাদের খেলাধুলারও অনেক উন্নতি হচ্ছে। বাইরের অনেক চাপ সত্ত্বেও আমাদের অর্থনীতির ধারা এখনো অব্যাহত আছে। আমার ৪০ বছরের অভিজ্ঞতাই আমাকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।’
কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এশিয়ার রাজনৈতিক দলগুলোর সংগঠন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাপ) নবম সম্মেলন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নাজিব রাজাক এ কথা বলেন। মালয়েশিয়ায় ৪ দিনব্যাপী আইক্যাপ সম্মেলনে এশিয়া অঞ্চলসহ ৩৬টি দেশের ৮৬টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। এই বারের আইক্যাপের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘এক এশিয়া’।
বৃহস্পতিবার থেকে শুরু হলেও আইক্যাপের মূল পর্ব আজ শুক্রবার সকাল ৯টায় দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মেলনটি শেষ হবে আগামী রোববার।