আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হিজবুল মুজাহেদিনের স্থানীয় কমান্ডার রিয়াজ মালিক সম্প্রতি সেখানে নিহত ভারতীয় আধা সামরিক বাহিনীর কমান্ড্যান্ট প্রমোদ কুমারের স্ত্রী এবং মেয়েকে শ্রীনগর সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এক ভিডিও বার্তায় এ আমন্ত্রণ জানান। নিয়ন্ত্রিত কাশ্মিরি মানুষদের বেদনা অনুধাবন এবং ভারতীয় বাহিনীর হাতে কত শিশু এতিম হয়েছে তা দেখে যাওয়ার জন্য এ সফরের আমন্ত্রণ জানানো হয়।
১১ মিনিটের ভিডিও বার্তায় রিয়াজ মালিক বলেন, মি. প্রমোদ কুমারের মেয়ে যখন বলেছে, সে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসত, তখন আমার চোখ পানিতে ভরে গেছে। কোনো সন্তান পিতৃহারা হোক তা কাশ্মিরের গেরিলারা চায় না উল্লেখ করে তিনি দাবি করেন, দখলদারিত্ব চাপিয়ে দিয়ে ভারতই তাদেরকে অস্ত্র তুলে নিতে বাধ্য করেছে। প্রমোদের স্ত্রীকে কাশ্মিরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রিয়াজ মালিক বলেন, ভারতীয় বাহিনীর হাতে কত শিশু এতিম হয়েছে, কত স্ত্রী স্বামীহারা হয়েছে কাশ্মিরে এলে তা দেখতে পাবেন ।
পাশাপাশি কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণাও দেন রিয়াজ মালিক। তিনি বলেন, ভারত ভেবেছিল হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করা হলে কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রকৃতপক্ষে কাশ্মির ত্যাগ না করলে ভারত শান্তি পাবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আধা সামরিক বাহিনী সিআরপিএফএর সদস্য মি. প্রমোদের মতোই ভারতীয় বাহিনীর সদস্যদের লাশ ভর্তি ট্রাক কাশ্মির থেকে পাঠানো হবে।
সূত্র : পার্স টুডে
এফএফ