আওয়ার ইসলাম : ভারতে গিয়ে নয়া দিল্লিতে নেমেই ভয়াবহ ট্রাফিক জ্যামের কবলে পড়তে হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। প্রায় এক ঘণ্টা জ্যামের কারণে কেরিকে রাস্তায় আটকে থাকতে হয়েছে।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ থেকে নয়া দিল্লির ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জন কেরি। এ সময় মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের শিকারে পরিণত হন কেরি। তাকে বহনকারী গাড়িবহর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজমহল হোটেলে পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পথে এমন অবস্থা তৈরি হলে জন কেরির সফরসঙ্গী মার্কিন মিডিয়াকর্মীরা পরিস্থিতি নিয়ে টুইট করতে থাকেন। ফলে নিরাপত্তা নিয়ে বড় ধরনের এক উদ্বেগ সৃষ্টি হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভারতীয় গোয়েন্দা কমকর্তারা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। তারা নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করেন। সাদা পোশাকে তাদের সদস্যদের নামিয়ে দেয়া হয় রাস্তায়। তারা তিন মূর্তি মার্গ এলাকায় দ্রুত রাস্তা ফাঁকা করার চেষ্টা করেন। তারা অন্য সব রাস্তা বন্ধ রাখেন প্রায় আধা ঘন্টা, যাতে কেরিকে বহনকারী গাড়ি যেতে পারে।
এফএফ