শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

‘সবার জন্য কুরবানী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

all qurbaniআওয়ার ইসলাম: স্বপ্নিল সোনার বাংলাদেশ নামের তরুণদের সামাজিক সংগঠন এই ঈদে গরিব দু:খীদের জন্য কুরবানি করার উদ্যোগ নিয়েছে। দেশের চার স্থানে চারটি গরু ও চারটি বকরি কুরবানি করবে সংগঠনটি। এ লক্ষ্যে উদ্যোক্তারা অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছেন।

ঈদের শিশুদের কাপড় বিতরণ, রমজানে ইফতারসহ এ ধরনের প্রোগ্রাম সচরাচর দেখা গেলেও বড় ঈদে কুরবানি সাধারণত চোখে পড়ে না। অথচ দেশের দরিদ্র শ্রেণির হাজারও মানুষ ঈদে এক টুকরো গোশত খেতে পারে না। অসহায় সে মানুষগুলোর দিকে তাকিয়েই সংগঠনটির এ ব্যতিক্রম উদ্যোগ।

তবে অভিনব এ উদ্যোগটি এবারই নতুন নয়। গত বছরও স্বপ্নিল সোনার বাংলাদেশ আয়োজন করেছিল ‘সবার জন্য কুরবানী’র। সেবারও দেশের কয়েকটি স্থানে কুরবানি করা হয়েছে। যেখান থেকে উপকৃত হয়েছে কয়েকশ মানুষ।

ফেসবুকে সবার জন্য কুরবানী নামে একটি ইভেন্টও খোলা হয়েছে। যেখানে অসংখ্য তরুণ উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রশংসনীয় এ উদ্যোগের। সাধ্যানুযায়ী পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। ইভেন্টে ডেসক্রিপশনে বিস্তারিত লেখা হয়েছ এ কার্যক্রম সম্পর্কে।

ইভেন্টে লেখা হয়েছে-

গত কুরবানী ঈদের দিন বিকেলে হাতে হলুদ রঙের ব্যাগ নিয়ে ময়মনসিংহ ব্রীজের পাশের সরকারি জায়গাটিতে হাজির হয়ে ছিলাম আমরা। বাঁশ আর পলিথেনের তৈরী ঝুপড়িতে বেদেদের অস্থায়ী নিবাস গড়ে ওঠেছিল সেখানে।

জনগণও এদের একটু অন্যচোখে দেখে বলে ঈদের দিনেও ওরা এলাকা ছেড়ে বের হয়নি। নতুবা কুরবানি ঈদের দিন পাড়ায় ঘুরলে এমিনিতেই কেজি খানিক গোশত জোগাড় হয়। এরা তাও পায়নি।

বেদে সরদার ইসমাইল চাচাকে বললাম, আমরা আপনাদের প্রতি ঘরে এক ব্যাগ করে গোশত দিতে চাই। তিনি কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন। হয়তো ভাবলেন, ঈদের দিনেও যার ঘরে লাবড়া রান্না হচ্ছে তার সাথেও উপহাস! তিনি আমতাআমতা করতে বললেন, না মানে কেউউ তো আমাদের কিছু দেয় না..! তার কথা শেষ না হতেই তার বাচ্চা মেয়েটা বলে উঠল, বাজান! হেরা কি গুস্ত দিব?
এরপর সর্বপ্রথম ওর হাতে একটা ব্যাগ তুলে দিলাম। প্রায় পঁয়ত্রিশটি ঘরে কুরবানীর গোস্তের হাদিয়া পৌঁছে গেল।

all qurbani2

বিশাল ও মহৎ উদ্যোগে সংগঠনটি সমাজের বিত্তশালী মানুষকে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে। সংগঠনের স্বেচ্চাসেবীরা বলেন, সবাই মিলে এগিয়ে এলেই এ মহৎ উদ্যোগ সফল করা সম্ভব। হাসি ফোটানো সম্ভব সমাজের নীম্ন শ্রেণির এ মানুষগুলোর মুখে।

সবার জন্য কুরবানীর এ উদ্যোগে স্বপ্নিল সোনার বাংলাদেশের পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে, আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ ও আসহাবে কাহাফ।

সাহায্য পাঠানোর ঠিকানা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
পল্টন ব্রাঞ্চ, ঢাকা
একাউন্ট নং
20502060201714615

DBBL মোবাইল একাউন্ট:
019742050409

আরো বিস্তারিত জানতে ইভেন্টের লিংক: সবার জন্য কুরবানী ২০১৬

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ