আওয়ার ইসলাম : দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুরস্কে দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
গতকাল শনিবার শেষ বেলায় দিয়ারবাকির বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে চারটি রকেট এসে পড়ে। রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিমানের ফ্লাইট বাতিল করা হয় নি বলে জানা গেছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদেরকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। দিয়ারবাকির শহরে এর আগেও পিকেকে গেরিলারা বহু হামলা চালিয়েছে। এ গোষ্ঠী স্বায়ত্ত্বশাসনের দাবিতে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে। গত বছরের জুলাই মাসে তুর্কি সরকার পিকেকে গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে সামরিক অভিযান শুরু করেছে। সেই থেকে গেরিলারাও নিরাপত্তা বাহিনীর ওপর ও সরকারি অবস্থানে হামলা চালিয়ে আসছে।
সূত্র : পার্স টুডে
এফএফ