আওয়ার ইসলাম : তালেবান নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের অন্তত ২২ সেনা নিহত হয়েছে।
হেলমান্দের প্রদেশিক পরিষদ আজ শনিবার সেনা নিহত হওয়ার খবর দিয়েছে।
আফগান তালেবান নিহত সেনার সংখ্যা নিশ্চিত করে বলেছে, ড্রোন হামলায় তাদেরও তিন সদস্য মারা গেছে। হেলমান্দ প্রদেশের নাদে আলী জেলায় বৃহস্পতিবার এ হামলা হয়েছে। হেলমান্দ হচ্ছে আফগান সরকার ও তালেবান-দুপক্ষের জন্যই কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পপি চাষে সমৃদ্ধ এ প্রদেশের ১৪টি জেলার মধ্যে ১০টি জেলার নিয়ন্ত্রণ নিজেদের হাত রাখার জন্য দুপক্ষই মরিয়া।
আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মানসুর চলতি বছরের প্রথম দিকে মারা গেলে তালেবান নতুন করে সংগঠিত হয়েছে এবং দেশটির প্রায় ৬৫ ভাগ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সারাদেশে বিশেষ করে হেলমান্দ ও কুন্দুজ শহরের আশপাশে তালেবানের বিরুদ্ধে এখন লড়াই করতে হচ্ছে দেশটির সামরিক বাহিনীকে।
সূত্র : পার্স টুডে
এফএফ