আওয়ার ইসলাম: সৌদি আরবের কাতিফে মসজিদে হামলা চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার চেষ্টা নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
দেশটির জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক বেল্ট পরিহিত এক ব্যক্তি কাতিফের আল-রাসুল আল-আদম মসজিদে হামলার চেষ্টা করে। তবে বিস্ফোরণের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে ওই হামলাকারীকে হত্যা করেছে।
এ ছাড়া হামলা চেষ্টায় জড়িত সন্দেহে আল-মুস্তফা এলাকা থেকে অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ও আটক ব্যক্তি সৌদি নাগরিক নয় বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাতিফের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তবে এ বিষয়ে সৌদি সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার দেশটিতে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পবিত্র রমজান মাসেও দেশটিতে হামলা চালায় এ জঙ্গিগোষ্ঠী।
আরআর