আওয়ার ইসলাম
শবাসন
শিশুদের পিঠের উপর চড়ো
প্রতিটি
পাতার আড়ালে মতিলাল পাদরির
আহতমুখ তাকায়ে রয়
অন্যদের টেলিভিশনে আমি
আমার টেলিভিশনে আমি
কেন আমার টেলিভিশনটা
তোমাদের বাসায় খুলি
রাখ না!
সার্কাসের সঙরা সারারাত ঘুমাই নাই!
শবাসনে আমি বসি বনের ভিতর
সত্যবাবু দেখি
গীর্জায় ঢুকে
নাকি শবাসনে যোগ দিবে!
দেখা যায় বলি দেখা যায়
পেয়ারা ঢালের গুলতি আমি নাই মারি ঘুঘুদের দিকে
তারা সঙ্গ দেবেনে
বৃষ্টি আসার আগেই
আমার ছায়ারা ঘুরতে চায় পাহাড়ে পাহাড়ে।
ছটফট রক্তে আমার ডালপালা
বিশ্বাসের কথা শুনবেনে আর কনে!
কোন কোন বেদনায় সেতু বক্র হই আর সোজা হইতে চায় না?
এইখান থাকি দেখা যায় বলে দেখা যায়।
হিজলের আকাশ
যেন হাটি কথা কই সবখানে সুই বাছি
এই কাটার সংসার- আমি লোহার জুতার খোজে
আসি হারায়েছি পথ
কার অন্ধকারে ঝাপ দিতে গিয়া
পড়লাম কার আলোর খাচায়
দেখি আমি সাইকেল চালাচ্ছি
পিছনে একটা মেয়ে নিজ থাকি চড়ি বসি আছে
আমার অজান্তে আমি
আমি কোন কোন সুন্দরীর খোপা বান্ধি
হিজল গাছের অন্ধকারে
সাইকেল আমি চালায়াছি কতশ বছর
তবু আমি হিজলের কাছে নাই বাস
এত চাইয়ে পাইছিনি তাহার আকাশ!
নদীর কিনারে কিনারে
মরি গেলে দেখিছি
কারো চোখ তাকায়ে বাদবাকি দেখে
মরা মানুষ দেখলে আস্তে করি গিয়া ছুই
মরা মানুষ ছোয়া মানে
শূন্যতারে বর্ণনা করা সম্ভব
মঞ্চে নেতা যেন বক্তৃতা মারতেছেন
সেই বিষে সব কর্মীরা একে একে
ম্ওতের দিকে ঢলি পড়তেছেন
কি অবস্থা
ভাবা যাক এইবার
ইহা কনে পড়ছিলাম
অনুমতি নিয়া অন্যের গাছের ফল
আই খাইতে রাজি আছি
ধর্মগ্রন্থ না পড়িই কি আব্বা এই কথা কইছিলেন!
শূন্যের ভিতরে লাশ পড়ে
নাকি শূন্য থাকি লাশ পড়ে
নদীর কিনারে কিনারে
বিয়ালে দাড়াইলে
ক্যাল মনে হয়!
মৌলিক চিন্তার গান
একবার একটা হাসের হলুদ পা দেখি নস্টালজিয়ায় পড়ি যাই
পরে আমি ভাবি হাস তো চোখে দেখা যায়
পরে জানি যে হাসটা আমারে ভোলায়
সে বার বারই ভোলায়
কিন্তু ওরে
আমি স্বপ্নে নাকি
নান্টু গাজীদের উঠোনে দেখছিলাম
এই হাসটার পরিবর্তে আমি সর্বনাম ব্যবহার করতে রাজি নয়
কারণ এইটা একটা অরিজিনাল হাস
তাই নাম আমি রাখি
নরম পালকের দোলা হাস
দোলা হাস দেখি আমি
আর আমার টি-শার্ট পরি
একটা কি দুইটা পালক ছিড়তে ছিড়তে ঐ দোলা হাসটারে
ভাবি মাত্র
একটা মৌলিক চিন্তা করি এ জীবনে যদি মরতে পারতাম
পাহাড়ে যেই সব হাস দেখি আসছি স্যানে
কতটুকু নিজেরে রাখি আসছি
তাদের নিকট!
ড্রাইভিং লাইসেন্স
মাশরুম খায়ে যারা অসুস্থ হইলো সদর হাসপাতালে যায়
তারা উড়াজাহাজ দেখতেছিল আমের গোড়ায় বসি
তাদের কপালে ছাই লাগি আছিল
তাদের ছাই ছিল
না উড়তে চাওয়ার দলে
প্রতিটি ছাইয়ের কণার মধ্যে
পুনর্বার সমুদ্রে যাবার ইচ্ছা
লাগি আছে
ওয়ার্ডবয় আসে
নার্সরা আসে
বলে
তোমরা বিছনায় শুইয়ে শুইয়ে
বাতাসের আসা যাওয়া দেখ
ঐ পর্দা নড়ে, অন্তর্বাস ফেনার ভিতর জোয়ারে
একটু আগে এক বুড়া মারা গেছে
তারেও দেখবা পর্দা সরায়ে আসবেনে
বাতাসের ভিতর ড্রাইভিং লাইসেন্স
সেও পাইছে
কে জিগাবে হ্যানে
আমরা সমুদ্রে না হাসপাতালে!
এসএস