আওয়ার ইসলাম : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মস্কো পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রাশিয়ার উদ্দেশে তুরস্ক ছাড়ার আগে এরদোগান বলেন, পুতিন তার বন্ধু। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে চান।
সাম্প্রতিক সময়ে সেনা অভ্যুত্থানে এবং আরও নানা ঘটনায় আঙ্কারা মস্কোর দিকে ঝুঁকে পড়ছে। একইসাথে পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে এরদোগানের রাশিয়া সফরে পশ্চিমারা উদ্বিগ্ন। সবার দৃষ্টি এখন পুতিন-এরদোগান বৈঠকের দিকে।
পুতিন-এরদোগানের বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ ফের শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। পর্যটন ও ভ্রমণ নতুনভাবে শুরু করার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া বৈঠকে সিরিয়া সংকটটি সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গতবছরের নভেম্বরে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হলে মস্কো-আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। এ সময় পশ্চিমা শক্তি তুরস্ককে ব্যাপক সমর্থন দেয়। তবে তুরস্কে অভ্যুত্থান-চেষ্টা পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার শীতল সম্পর্ক চলছে।
এফএফ