ফয়জুল্লাহ সাকি
বর্ষার শেষ। শুরু হয়ে গেছে মাঠে মাঠে ফসল বোনার কাজ। কেউ চারা বুনছে। কেউ চারা তুলছে। আর কেউবা চারা রোপনে ব্যস্ত এখন।
সবুজ মাঠ আবার নতুন করে সবুজ হয়ে উঠার পথে। চলছে বীজ বপন ও চারা রোপনের ধুম। সার, ঔষধ দিয়ে, লাঙল ও চাষ দিয়ে মাঠকে প্রস্তুত করছে সবাই। নতুন ধানের জন্য জমিতে চলছে পানির ধারা। সিক্ত করছে জমিকে। চারা রোপনের পর্ব চলছে ধুমধাম করে। যত্নে চারা গাছ মাটিতে রোপন করছে। শরীরের রক্তকে পানি করে,ঘাম হয়ে ঝড়ছে। ভিজে যাচ্ছে সারা গা। তবু অবসর নেই। কষ্ট নেই একবিন্দু। কপালে চিন্তার রেখা দেফা যায় না; যা দেখা তা চিন্তার রেখা নয়। সে রেখা মমত্বের ও যত্নের। সামান্য যা কষ্ট ও ধর্র্য তা নিজের সফলতার প্রতীক হবে। নিয়ে আসবে আনন্দ, খুশি প্রতিটি ঘরে। আশা ভরা বুক,উজাড় করা মূল্যবান সময় সব বিলিয়ে দিয়ে চলছে আগামীর জন্য সুখ কেনার প্রস্তুতি।
এআর