শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

ইসরায়েলের কারাগারে না খেয়ে ৫২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin5আব্দুল্লাহ বিন রফিক, আওয়ার ইসলাম

ইসরায়েলের কারাগারগুলোতে বর্তমানে অনশন করছেন শত শত ফিলিস্তিনি বন্দি। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দিদের ক্লাব জানিয়েছে, শুক্রবার নতুন করে আরো ৮০ বন্দি খানাপিনা বন্ধ করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি অনশনরত বন্দিদের সংখ্যা বেড়ে ৪০৫ এ গিয়ে দাঁড়িয়েছে। রোববার এই আন্দোলনে আরো বন্দি যোগ দেবে বলে জানা গেছে।

গত দুদিন ধরে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কারাগারগুলোতে নতুন করে অনশন শুরু করেছে এসব বন্দিরা। ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা বিলাল কায়েদের সমর্থনে তারা এই অনশন শুরু করেছে। বিলাল না খেয়ে আছেন গত ৫২ দিন ধরে।

তাছাড়া ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো নানা   অমানবিক টর্চার ও নির্যাতনের প্রতিবাদে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন এসব বন্দিরা। গত দু মাস ধরে বন্দিদের কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। উপরন্তু প্রত্যেক অনশনকারীকে ১৫৮ ডলার জরিমানা করেছে কারা আদালত।

তাছাড়া বন্দীদের দ্বিগুণ শাস্তি প্রদানের জন্য এক কারাগার থেকে অন্য কারাগারে ঠেলা-ধাক্কায় স্থানান্তর করার মতো অমানবিক আচরণ ইসরাইলি সেনাদের নিত্য দিনের অভ্যাস বনে গেছে।  বিশ্বস্ত সূত্রগুলোর বরাতে বন্দীরা বলছেন, বন্দীদের ওপর নির্মমতা ও নিপীড়নের মাত্রা এতটাই তুঙ্গে উঠেছে যে, আগামীতে প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধে ফেটে গিয়ে লক্ষ লক্ষ স্বাধীনতাকামী ফিলিস্তিনিরাও এই অনশনে যোগ দিতে পারে।

এদিকে এক ইসরায়েলি কারা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে হামাস বন্দিদের পৃথক সেলে সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। এমনকি তাদের মোবাইলগুলোও কেড়ে নেয়া হয়। এ থেকেই কারা অনশনের সূচনা।

সূত্র: রোজনামা খবরিন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ