শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

বড় প্রয়োজন তাঁকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

AbuTaherMisbah

মাহ্দী খান অয়ন; আওয়ার ইসলাম

মানুষ দেখেছি, তবে তাঁর মত নয়। শিক্ষক দেখেছি, তবে তাঁর মত নয়। তিনি অন্য, ভিন্ন, অনন্য। তিনি নন তো কারো তূল্য। তিনি হলেন আমাদের অতি শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিযা মাওলানা আবু তাহের মিসবাহ।

আদীব হুজুর। খুব কাছ থেকে দেখেছি তাঁকে। শুনেছি তাঁর জবানে অমূল্য সব বাণী। বুঝেছি আমি, শূন্য এ ধরণীতে বড় প্রয়োজন তাঁকে। যিনি মুমূর্ষু অবস্থাতেও ভুলে যাননি, আসমানি ইলমের কথা, কলম-কালির কথা, ভুলে যাননি, প্রিয় তালেবানে ইলমদের কথা।

কিছুদিন আগে যখন শুনেছিলাম, তিনি গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তখন মনে হয়েছিলো, ধরণীটা বোধহয় অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। আঁখি দুটি অশ্রুসজল হয়ে এসেছিলো। রিক্তহস্ত দুটি আসমান পানে তুলে দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলাম। এখনও করি।

হে আল্লাহ্! তুমি তো অসহায়ের সহায়। তুমিই সুস্থতার মালিক। হে দয়াময় মালিক! তুমি হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘজীবন দান করো। জীবনভর তাঁকে আসমানি ইলমের খিদমাত করার তাওফিক দান করো। তাঁর কলব ও কলমে প্রসার দান করো।

তাঁর সমস্ত প্রয়োজনের আয়োজন করো। হুজুরকে দ্বীন-দুনিয়ার খোশহালি দান করো। তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমার ফরিয়াদগুলো কবুল করো। আমিন। ইয়া রাব্বাল আলামিন।

আরআর

:: পাঠকীয়তে আপনিও লিখতে পারেন আপনার মনের কথা। পাঠিয়ে দিন এই মেইলে : [email protected]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ