আওয়ার ইসলাম : নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘জামায়াত–বিএনপি দিয়ে ইসলামের হেফাজত হবে না। আমরা যারা মুসলমান আছি তারাই ইসলামকে হেফাজত করতে পারব।’
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রুখো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, বাঁচাও শ্রমিক-বাঁচাও দেশ’ শিরোনামে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ একটি আদর্শ। একে নির্মূল করতে হবে। যারা জঙ্গি তারা না কি জান্নাতে যাবে, আমি বলি এরা জাহান্নামে যাবে। পবিত্র কুরআন শরিফে সূরা মায়েদাহে ফ্যাসাদ সৃষ্টি করে যারা মানুষ হত্যা করে তাদের প্রসঙ্গে কী বলা হয়েছে তা উল্লেখ করা হয়েছে।’
শাহজাহান খান বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য না কি একটি কৌশল। আসলে বিএনপি জামায়াতকে ব্যবহার করছে কৌশলে সরকারকে সবসময় অস্বস্তিতে রাখার জন্য। জামায়াতের অর্থ আছে, ক্যাডার বাহিনী আছে, তাই তাদের ব্যবহার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করাই এদের লক্ষ্য।’
‘খালেদা জিয়ার জঙ্গিবিরোধী আহ্বানে ২০ দলীয় জোট এক হয়েছে কিন্তু জামায়াত বলে দিয়েছে তারা জঙ্গিবিরোধী আন্দোলনে থাকবে না’, বলেন শাহজাহান খান। তিনি আরও বলেন, ‘জঙ্গিদের রক্ষার জন্য হান্নান শাহ, শাহ মোয়াজ্জেম হোসেন একইসুরে কথা বলছেন।’
রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা ওসমান আলী, আবুল হোসাইন, শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।
আরআর