আওয়ার ইসলাম : গুলশান হামলার এক মাস পূর্তিতে আজ গুলশান হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধে ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার মহড়া করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী আজ সোমবার বিকেল থেকে মধ্য রাতের মধ্যে বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হবে বলে জানা গেছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, ‘সোমবার বিকেল থেকে মধ্য রাত অবধি ঢাকার কিছু এলাকায় এ মহড়া চলবে। এলাকার নাম এখনই জানানো যাচ্ছে না।’ মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে ব্রডব্র্যান্ড ইন্টারনেটসহ সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি।
বিটিআরসি প্রধান আরও জানান, ‘এই মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।’
এফএফ