মহিউদ্দীন ফারুকী, সৌদি থেকে : পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান রাসুল সা. এর স্মৃতি বিজরিত মক্কা মদিনা। পবিত্র হারামাইন শরিফ। হারামাইন শরিফে ১ রাকাত নামাজ পড়তে প্রতিটি মুসলিমিই আকুল হয়ে থাকে। সারাবছরই মসজিদটি ভরপুর থাকে মুসল্লিতে। রমজানে সেই সংখ্যাটা আরো বেড়ে যায়।
পবিত্র হারামাইন শরিফে এবার ১৬ জন ইমাম তারাবি পড়াচ্ছেন। শেষ দশকে কিয়ামুল লাইলের ইমামতি করবেন তারা।
মসজিদে হারাম মক্কা মুকাররমায় এবারের তারাবি ও কিয়ামুল লাইলে ইমামরা হলেন
১. শায়খ ড. আব্দুর রহমান সুদাইস
২. শায়খ ড. সাউদ শুরাইম
৩. শায়খ ড. মাহের বিন হামদ আল মুআইকিলি
৪. শায়খ ড. খালেদ আল গামিদি
৫. শায়খ ড. ইয়াসির আদ দোআসরি
৬. শায়খ ড. বন্দর বালিলাহ
৭. শায়খ আব্দুল্লাহ আল জুহানি
৮. শায়খ ছলাহ বা উছমান।
শায়খ ছলাহ বা উছমান এবারই প্রথম হারামে তারাবির ইমামতির সুযোগ লাভ করলেন। অন্যদিকে মসজিদে নববীতে তারাবি ও কিয়ামুল লাইলের ইমামতি করছেন
১. শায়খ ড. আলি বিন আব্দুর রহমান হুজাইফি
২. শায়খ ড. আব্দুল বারি আস সুবাইতি
৩. শায়খ ড. ছলাহ আল বুদায়ের, শায়খ
৪. ড. আব্দুল মুহসিল আল ক্বাসেম
৫. শায়খ ড. হুছাইন আলে শায়খ
৬. শায়খ ড. আহমাদ তালেব
৭. শায়খ ড. আব্দুল্লাহ বুআইজান
৮. শয়খ ড. খালেদ আল মুহান্না।