শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া সিদ্দীকিয়া তেরা বাজার, শেরপুর এর মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে আওয়ার ইসলাম টোয়েন্টিফোরের কার্যক্রম শুরু হয়েছে। বৃক্ষরোপণ ও উদ্বোধনীতে উপস্থিত ছিলেন শেরপুরে আওয়ার ইসলামের শুভাকাঙ্ক্ষি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বুধবার বিকেলে মাদরাসার মাঠে বৃক্ষপোণে অংশগ্রহণ জামিয়া সিদ্দিকীয়ার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী, তেরা জামে মসজিদের খতিব হাফেয মাওলানা মোঃ আহসানউল্লাহ, শেরপুর ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ মোঃ ইকবাল হোসাইন, শেরপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান, ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আকাশ রহমান আকন্দ ও ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট, শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগির হোসেন, চরাঞ্চল ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন জয়।
উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে ছিলেন, শেরপুর জেলা প্রতিনিধি মোঃ মাকসুদ আলম মাসুম ও উপজেলা প্রতিনিধি মাওলানা মিনহাজ উদ্দিন এবং ঝিনাইগাতি উপজেলা প্রতিনিধি মুরাদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আওয়ার ইসলামের অগ্রযাত্রা কামনা করে শেরপুর জেলায় সার্বিকভাবে পোর্টালটিকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ হন।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর