আওয়ার ইসলাম ডেস্ক : দীর্ঘ দিনের অপেক্ষার প্রহর কাটল যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার মুসলিমদের। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এখন থেকে ছুটি পাবে তারা। সম্প্রতি মুসলিম কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও ছাত্রদের ছুটি প্রদানের সিদ্ধান্তটি নিয়েছে ফিলাডেলফিয়া শিক্ষাবোর্ড।
শিক্ষাবোর্ডের প্রধান এক বিবৃতিতে বলেছেন, মুসলিম শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে ২০০৫ সালে মুসলমানদের ওই দুই বৃহত ঈদে সরকারি স্কুলগুলোতে ছুটির জন্য প্রস্তাবনা পেশ করা হয়েছিল। এর প্রেক্ষিতেই ১০ বছর পর মিলছে ছুটি।
ফিলাডেলফিয়া শহরে প্রায় ২ লক্ষ মুসলমান বসবাস করেন। যুক্তরাষ্ট্রের অন্য শহরের তুলনায় এ শহরের মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া শহরের শতকরা ২০ ভাগ ছাত্র মুসলমান।
সূত্র : The daily Pennsylvanian
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর