সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


২৫ দিনব্যাপী কুরআন শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markaj copyনিজস্ব প্রতিবেদক : মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজ শিক্ষকদের নিয়ে ২৫ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার কোর্স উদ্বোধন করেন প্রধান প্রশিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী।

উদ্বোধনী কোর্সে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজে কুরআনরা। প্রধান অথিতির বক্তব্যে হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী বলেন, দেশ বিদেশে বিভিন্ন শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ হয়ে থাকে কিন্তু সহি কুরআন চর্চার উপর বাংলাদেশে হাফেজদের জন্য হুফফাজুল কুরআন ছাড়া কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই বললেই চলে।মারকাজুত তাহফিজ সেই সংকট পূর্ণ করার চেষ্টা করছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৫ দিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে দেশের প্রখ্যাত-প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহি কুরআন তেলাওয়াতের ওপর প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সহি কুরআন চর্চার প্রসারকে আরো সামনে এগিয়ে নিবে বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, ১ রমজান শুরু হওয়া কোর্সটি চলবে ২৫ রমজান পর্যন্ত। এছাড়াও মারকাজুত তাহফিজের উদ্যোগে বছর ব্যাপী বিভিন্ন কোর্স অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১ রমজান থেকে ২৫ রমজান, ঈদুল ফিতরের ২ দিন পর থেকে ৭ দিন ও ৪১ দিন এবং ঈদুল আজহার পরের দিন থেকে ৭ দিন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ