তবে ইরাকী প্রশাসনের এ সিদ্ধান্তে 'মর্মাহত ও স্তম্ভিত' আলজাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকে ও বিশ্বজুড়ে আলজাজিরার শ্রোতাদের জন্য ইরাক কাজ করা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ইরাকের সংবিধানে নিশ্চিত করা বাকস্বাধীনতার মাধ্যমে যতো দ্রুত সম্ভব দেশটিতে ফেরার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরাক সরকারের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে আলজাজিরা জানিয়েছে, সংবাদ প্রচার ও অনুষ্ঠানমালা সম্প্রচারে পেশাগত সাংবাদিকতার আদর্শ কোনোভাবেই ভঙ্গ করেনি প্রতিষ্ঠানটি। ইরাকে চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রকাশ ও সম্পাদনা নীতিমালায় আলজাজিরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্বে বরাবরাই আন্তর্জাতিক মান বজায় রেখেছে তারা।
এছাড়া ইরাকী কমিশনটির সিদ্ধান্ত 'ইরাক সরকারের বাকস্বাধীনতার রক্ষার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক' বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।