শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’

ইরাকে নিষিদ্ধ আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraq_aljazeeraইরাকের রাজধানী বাগদাদে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইরাকী যোগাযোগ ও গণমাধ্যম কমিশন। এছাড়া দেশটিতে আলজাজিরার সাংবাদিকদেরও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আলজাজিরাকে বুধবার পাঠানো এক চিঠিতে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ইরাকে কাজ করার জন্য আলজাজিরাকে দেওয়া নিবন্ধন 'সরকারি বিধিমালা, সম্প্রচারমূলক নীতি ও নিয়মকানুন লঙ্ঘন করায়' প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

তবে ইরাকী প্রশাসনের এ সিদ্ধান্তে 'মর্মাহত ও স্তম্ভিত' আলজাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকে ও বিশ্বজুড়ে আলজাজিরার শ্রোতাদের জন্য ইরাক কাজ করা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ইরাকের সংবিধানে নিশ্চিত করা বাকস্বাধীনতার মাধ্যমে যতো দ্রুত সম্ভব দেশটিতে ফেরার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরাক সরকারের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে আলজাজিরা জানিয়েছে, সংবাদ প্রচার ও অনুষ্ঠানমালা সম্প্রচারে পেশাগত সাংবাদিকতার আদর্শ কোনোভাবেই ভঙ্গ করেনি প্রতিষ্ঠানটি। ইরাকে চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রকাশ ও সম্পাদনা নীতিমালায় আলজাজিরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্বে বরাবরাই আন্তর্জাতিক মান বজায় রেখেছে তারা।

এছাড়া ইরাকী কমিশনটির সিদ্ধান্ত 'ইরাক সরকারের বাকস্বাধীনতার রক্ষার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক' বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ