রাজশাহী কলেজের হোস্টেলে এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর নাম সাবিনা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁকে পিটিয়েছেন ওই হোস্টেলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগকর্মী শাবানা খাতুন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সাবিনার অভিযোগ, শাবানা বাইরে থেকে কয়েকজন মেয়েকে নিয়ে এসে তাঁকে মারপিট করেন।
এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হোস্টেলে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এ সময় তাঁরা ছাত্রলীগকর্মী শাবান খাতুনের শাস্তির দাবিতে স্লোগান দেন। শাবানা ও তাঁর সহযোগীদের শাস্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন ছাত্রীরা। তাঁরা বলেন, বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলের মধ্যে ঢুকে ছাত্রলীগকর্মী শাবানা যে ঘটনা ঘটিয়েছেন, তার সুষ্ঠু বিচার না হলে অন্য শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগবেন।
আহত সাবিনা আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ১০৭ নম্বর কক্ষের বাইরে বসে মোবাইলে উচ্চ স্বরে গান শুনছিলেন ছাত্রলীগকর্মী শাবানা খাতুন। এ সময় সাবিনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। মোবাইলে উচ্চ স্বরে গান বাজানোয় সমস্যা হচ্ছে উল্লেখ করে সাবিনা জানালা দিয়ে শাবানাকে গান বন্ধ করার অনুরোধ করেন।
এ নিয়ে ছাত্রলীগকর্মী শাবানা ক্ষিপ্ত হয়ে সাবিনার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে দেন। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শাবানা বাইরে থেকে আরো আটজন মেয়ে নিয়ে সাবিনার কক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁরা কয়েকজন মিলে সাবিনাকে ধরে কিল-ঘুষি এবং ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে হোস্টেলের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে সাবিনাকে উদ্ধার করেন।
মারপিটের পর ছাত্রলীগকর্মী শাবানা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার জন্যও হুমকি দেন বলে জানান সাবিনা আক্তার। না হলে তাঁকে আবারও পিটিয়ে হোস্টেলছাড়া করা হবে বলে শাবানার সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়ে চলে যান।
এ ব্যাপারে হোস্টেলের সুপারভাইজার জান্নাতুন নেসা বলেন, ‘বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি। তবে ঘটনাটি দুঃখজনক।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান বলেন, ছাত্রী হোস্টেলে শিক্ষার্থী সাবিনাকে নির্যাতনের ঘটনা তদন্ত করে দেখা হবে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ছাত্রলীগকর্মী শাবানা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।