সাজ্জাদুল হক : নবম ওয়েজ বোর্ডের দাবিতে মহাসমাবেশ করছে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নেন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীরা।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিভিন্ন সময় যারা ক্ষমতায় এসেছে, তাদের কেউই সাংবাদিকদের স্বার্থ রক্ষা করেনি। আর এজন্যই সরকারি কর্মচারীদের বেতন সাংবাদিকদের চেয়ে অনেক বেশি। সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের জন্য সরকার ৮ম ওয়েজ বোর্ড ঘোষণা করলেও, বেশিরভাগ প্রতিষ্ঠানই তা বাস্তবায়ন করেনি। সরকারের কোনো নজরদারিও নেই এক্ষেত্রে। এজন্য তারা তথ্য মন্ত্রণালয়ের অক্ষমতাকেই দায়ী করেন বক্তারা।